শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জাপান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

এফএনএস বিদেশ : দুই বছর পর্যটকদের জন্য বন্ধ থাকার পর ৯৮টি দেশ ও অঞ্চলের দর্শনার্থীদের জন্য সীমানা খুলে দিচ্ছে জাপান। বিবিসি জানায়, সরকার স¤প্রতি ১ জুন থেকে দৈনিক বিদেশী ভ্রমণকারীদের সংখ্যা বাড়িয়ে ২০ হাজারে উন্নীত করেছে। তবে কিছু বিধিনিষেধ থাকবে বলে জানানো হয়। ১০ জুন থেকে ট্যুর গ্র“পগুলিকে জাপানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। একটি ট্যুর গ্র“পের সদস্যদের দেশ বা অঞ্চলটি এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় ১০০টি দেশ এবং অঞ্চল লাল, হলুদ এবং নীল এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত হবে। এর মাধ্যমে নির্ধারিত হবে দর্শনার্থীদের কোয়ারেন্টাইন নিয়ম মানতে হবে কিনা। এটিকে জাপানে কোভিড -১৯ বিধিনিষেধ শিথিলকরণে এখনও পর্যন্ত সবচেয়ে উলে­খযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছে দেশটি। জাপান করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বে কঠোর ভাইরাস নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমস থেকে বিদেশী দর্শকদের নিষিদ্ধ করে। বিদেশী বাসিন্দা এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি ইতোমধ্যে শিথিল করা হয়েছিল। মার্চের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোভিড -১৯ মহামারীর কারণে ২০২০ সাল থেকে জাপান পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। ফলে দেশটির পর্যটন শিল্প কঠোরভাবে বাধাগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com