এফএনএস স্পোর্টস: ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে দুই দল আগেই বিদায় নিয়েছিল। গতকাল মঙ্গলবার ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে আগে গোল করেও ম্যাচ জিততে পারেনি শেখ রাসেল। দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে বসুন্ধরা কিংস ২-১ গোলে তাদেরকে হারিয়ে তৃতীয় হয়েছে। ইনজুরি টাইমের ৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করেছে অস্কার ব্রæজনের দল। বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ ঘড়ির ৬ মিনিটে শেখ রাসেল এগিয়ে যায়। তাদের এক খেলোয়াড়কে বক্সের মধ্যে বাধা দেন কিংসের ডিফেন্ডার তপু বর্মণ। পেনাল্টি থেকে চার্লস দিদিয়ের জোরালো শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন। পিছিয়ে থেকে সুমন রেজা-রবিনিয়োরা চেষ্টা করেও পারছিলেন না সমতায় ফিরতে। বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে। শেষ ৫ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন। ঝলক দেখায় ব্রæজনের শিষ্যরা। ৮৫ মিনিটে রবিনিয়ো বাঁ পান্ত দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শট নিলে তা খালকুরজ্জামান ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দেন জালে। শেষ দিকে এসে দুই ব্রাজিলিয়ানের সমন্বয়ে গোল ব্যবধান বেড়েছে। দোরিয়েল্তনের পাসে মিগেল দামাসেনো বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে জয় নিশ্চিত করেন।