দুই হাতেই লিখতে পারা ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার ‘ভাইরাসের’ কথা মনে আছে? যিনি কিনা একইসাথে লিখতে পারতেন দুই হাতে। ক্রিকেটের মাঠেও এমন একজন ‘মিনি ভাইরাস’ আছেন, যিনি কিনা দুই হাতেই বোলিং করতে পারদর্শী। দুই হাতে বোলিং করতে পারা ক্রিকেটারের নাম কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কান এই অলরাউন্ডার বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট থেকেই দুই হাতে বোলিংয়ের মুন্সিয়ানা দেখিয়ে আসছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও করেছেন দুই হাতে বোলিং। এবার নিজের বোলিং ভেলকি দেখালেন আইপিএলে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন কামিন্দু। দলের সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচে দুই হাতে বোলিং করে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ড গড়ে ফেলেছেন কামিন্দু। আইপিএলে কোনো বোলারের দুই হাতে বোলিং করার ঘটনা এবারই প্রথম। দুই হাতে বল করা কামিন্দু উইকেটও তুলেছেন। ১ ওভারে ৪ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন তিনি। আইপিএলে দুই হাতে বোলিং করে উইকেট নেওয়া প্রথম বোলারও কামিন্দু মেন্ডিস। কলকাতার ইনিংসের ১৩তম ওভারে ঘটেছে এই ঘটনা। ওভারের প্রথম, তৃতীয় এবং চতুর্থ বলে বাঁ হাতে বল করেন কামিন্দু। বাকি তিন বল করেছেন ডান হাতে। ওভারের চতুর্থ বলে তার বলে আউট হয়েছেন আংক্রিশ রঘুবংশী। আইপিএলে এর আগে ডানহাতি ব্যাটারের বিপক্ষে লেগ স্পিন এবং বাঁহাতির বিপক্ষে অফ স্পিন করেছিলেন লিয়াম লিভিংস্টোন। তবে তা ছিল এক হাতে বোলিং করেই, কামিন্দুর মত দুই হাতে নয়। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশে আয়োজিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে খেলে গেছেন কামিন্দু। তখন থেকেই বেশ আলোচনা ছিল তার দুই হাতে বোলিংয়ের দক্ষতা নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের এই দক্ষতা দেখিয়েছেন কামিন্দু মেন্ডিস। আইপিএলে ম্যাচটা অবশ্য হেরে গেছে কামিন্দুর দল। কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ।