বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

দুদিনে বেনাপোল দিয়ে ১৩৩ ট্রাক ফল আমদানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: বেনাপোল বন্দর দিয়ে দুদিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। এতে করে ফলের বাজারে দাম কমতে শুরু করেছে। গতকাল রোববার বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ৭০ ট্রাক ও গত শনিবার রাত ৯টা পর্যন্ত ৬৩ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে পৌঁছেছে। সাজেদুর রহমান বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোল দিয়ে কোনো ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দুর্ভোগের কথা চিন্তা করে দুদিন পর পুনরায় ফল আমদানি শুরু করে। তবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এদিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দুদিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার ও প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় একশো ট্রাক ফল আমদানি হয়। এর ফলে বাজারে ফলের দাম আগের চেয়ে কেজিকে ১০—১৫ টাকা কমেছে। বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ—সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, দুদিনে এ বন্দর দিয়ে প্রায় ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। পরীক্ষণ ও রাজস্ব পরিশোধ শেষে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে সেটি দ্রুত খালাস দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com