শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি থানা পুলিশের বিশেষ মহড়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহড়াটি থানা হতে বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির, হাট বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার শাহিন হোসেনসহ অফিসার ও ফোর্সবৃন্দ। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, পূজা চলাকালে শান্তি শৃঙ্খলার অবনতি না ঘটানো, সকলের আন্তরিক সহযোগিতা, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সহিত শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরিবেশ সৃষ্টি করা ও পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে জনগণের পাশে রয়েছে আশাশুনি পুলিশ। এসময় তিনি যে কোন ধরনের গুজব ও ইভটিজিং রুখতে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com