বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এনএস আইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বড় বাজারে অভিযান ॥ ১৯৯ বস্তা চিনি জব্দ সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের রষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন জাতিসংঘের যুদ্ধ বিরতি মানছে না ইসরাইল সাতক্ষীরার ঈদ বাজারে ক্রেতাদের ভিড় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কপিলমুনিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের গণসংযোগ কলারোয়ায় বসতভিটা দখল ও গাছ-গাছালি কাটার প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুরসহ মারপিট করার অভিযোগে কয়রায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

দুর্দান্ত এক গোলের দেখা পেলেন রোনালদো

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর একক নৈপুণ্যে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার দল আল নাস্র লিগে ফিরল জয়ের পথে। সৌদি প্রো লিগে শনিবার প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাস্র। আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় আল নাস্র। পরে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না পর্তুগিজ তারকার। আভার বিপক্ষেই এবার লিগ ম্যাচে নেমে ২৬তম মিনিটে গোল খেয়ে বসে আল নাস্র, গোলটি করেন আব্দুলফাত্তাহ আদাম আহমেদ। সময় বয়ে যাচ্ছিল, আল নাস্র শিবিরে হয়তো পেয়ে বসতে শুরু করেছিল আরেকটি হারের শঙ্কা। অবশেষে ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। অনেক দূর থেকে ফ্রি কিকে রক্ষণ দেয়ালের খেলোয়াড়দের মধ্য দিয়ে বল জালে পাঠান তিনি। জানুয়ারিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দেওয়া আল নাস্রের হয়ে এই নিয়ে ৯টি গোল করলেন রোনালদো। ক্লাবের আঙিনা মার্সুল পার্ক স্টেডিয়ামে অবশ্য এটিই প্রথম। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে আল নাস্রের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্র। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com