এম আসাদ শ্যামনগর ব্যুরো ॥ গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা জামায়াত ও বিএনপির নেতা কর্মীরা দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত শ্যামনগর থানা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করেন । এ সময় দুর্বৃত্তদের হামলা ও আগুনে পুড়ে যাওয়া মালামাল এবং বর্জ্য পদার্থগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মীবাহিনী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষ সমূহ পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত রয়েছেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র সমূহ পরিষ্কার করতে দেখা যায়। এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, জামায়াত সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন চলাকালীন সময়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের শামিল হন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন, যুবদল নেতা এডভোকেট মাসুদুল আলম দোহা, যুবদল নেতা আজিবর মেম্বার সহ অসংখ্য বিএনপির নেতাও কর্মীরা।