শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দুর্ভাগ্য পিছু ছাড়ছেনা বাবরের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজমের। কথা বলছে না তার ব্যাট, পাচ্ছেন না রানের দেখা। তবে এবার ভিন্ন কারণে শিরোনামে আসলেন বাবর আজম। নিজের গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে ফেলেছেন এই তারকা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই তারকা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বাবর আজম তার নিজের ব্যবহারিত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাবর লিখেছেন, ‘আমি আমার ফোন এবং কনটাক্ট (নম্বর) হারিয়ে ফেলেছি। খুঁজে পাওয়ার সাথে সাথে সবার কাছে ফিরে আসব।’ বাবরের ওই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেকে। অনেকে আবার বাবরের অফফর্ম টেনে খোঁচাও দিয়েছেন। একজন লিখেছেন, ‘যে মোবাইলটা পেয়েছে তার সৌভাগ্য।’ আরেকজনের লেখা, ‘যে ফোনটা পাবে, তার সঙ্গে বাবরের ছবি তোলার সুযোগ এসে যাবে।’ ২০২৪ সালে মুদ্রা এপিঠ—ওপিঠ সবই দেখেছেন বাবর। অফ ফর্মের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তাকে টেস্ট সিরিজের মাঝপথেও বাদ পড়তে হয়েছিল তাকে। দলের ব্যর্থতায় পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি। গত বছর ৫ টেস্ট খেললেও কোনো সেঞ্চুরি পাননি বাবর, ফিফটিই পেয়েছেন কেবল একটি। টেস্টে ভালো না কাটলেও গত বছর ওয়ানডে আর টি—টোয়েন্টিতে ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। আইসিসির বর্ষসেরা টি—টোয়েন্টি একাদশেও তিনি জায়গা পেয়েছেন। ২০২৪ সালে ৬ ওয়ানডেতে ২টি ফিফটি ও ৫৭ গড় নিয়ে তার ব্যাটে এসেছে ২২৮ রান। এ ছাড়া ২৪ টি—টোয়েন্টিতে ৬টি ফিফটি, ৩৩.৫৪ গড় এবং ১৩৩.২১ স্ট্রাইকরেটে ৭৩৮ রান করেছেন বাবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com