স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য (সংরক্ষিত)এর অনুকূলে টিআর/ কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্পের বিপরীতে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ ডিজিটাল কান্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবক্তব্য রাখেন আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৯ টি প্রকল্প অধীনে সাতক্ষীরা সদর উপজেলায় ১৬ লক্ষ্য ৯০ হাজার টাকার বরাদ্ধকৃত অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন। এর অধীনে মসজিদ, মাদ্রাসা, মন্দির , শ্মশান, এনজিও, লাইব্রেরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়েছে।