বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ, ইউপি সদস্য এস এম রেজাউল করিম দোলনা, ইউপি সদস্য সাইদুর রহমান বাবু, ইউপি সদস্য সালেহা পারভীন, ইউপি সদস্য নাজমা পারভীন, ফ্যাসিলিটেটর জগবন্ধু কয়াল প্রমুখ। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা ও ভিত উঁচু করন সহ নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা দিপঙ্ককর সাহা।