কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর, মৌতলা, কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে হিউম্যানিটিরিয়ান পার্টনারদের দ্বারা স্থানীয় ডিএমসি সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও এলাকা ভিত্তিক সমন্বয় কাঠামো বিষয়ক প্রশিক্ষনে ইউএসএআইডি’র সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এসডিআরআর প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে গতকাল সকাল ১০ টায় প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শ্যামনগর ফিল্ড অফিসের অপারেশন্স ম্যানেজার কুহু হ্যাগিদক। প্রশিক্ষণ প্রদান করেন প্রগতির নির্বাহী প্রধান, সুশীলনের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান ও সুন্দরবন ফাউন্ডেশনের ইডি শেখ আফজাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিআরআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা ও বিপ্লব দফাদার। প্রশিক্ষণে উল্লেখিত ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।