ক্রীড়া প্রতিবেদক \ চার বছর পর দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবলের আসর। আর মাত্র কয়েক ঘন্টা, আগামী কাল মরুভূমির দেশ কাতারে হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার শেষ নেই। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়ের নিয়ে তুমুল তর্ক বিতর্ক আর আবেগের শেষ নেই। বাংলাদেশের বাস্তবতায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকের পালাভারি। আগামীকাল স্বাগতিক দেশ কাতারের সাথে ইকুয়ডরের মধ্যকার খেলাটি হবে কাতার বিশ্বকাপের প্রথম খেলা। দেশের বৃহত্তর দর্শকের নজর ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে থাকলেও পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, উরুগুয়ে, বেলজিয়াম, ইংল্যান্ডের দর্শকের সংখ্যাও কম নয়। সব মিলে গভীর আগ্রহ আর অপেক্ষার প্রহর গুনছেন দেশবাসি, দেশের সর্বত্র কাতার বিশ্বকাপ আলোচনা ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষে বিপক্ষের সমর্থকদের উন্মাদনা। শহরের কোলাহলময় আর আধুনিকতার আবহাওয়ার ভৌগলিকতা পেরিয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দস্রোত, আনন্দ আয়োজন, গ্রামের মেঠো পথ হতে শুরু করে সড়কে, বাসা বাড়ীতে সর্বত্র পত্ পত্ করে উড়ছে প্রিয় দলের পতাকা। কোথাও কোথাও আর্জেন্টিনা আর ব্রাজিলের সৌহাদ্যময় প্রীতি ফুটবল ম্যাচের ও আয়োজন চলছে। প্রিয় দলের পতাকা উত্তোলনই শেষ কথা নয় প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের জার্সি পরিধান করা সমর্থকদের উলাস চোখে পড়ার মত। বিশ্বকাপ ফুটবলের উৎসব আয়োজনে শিশুরাও পিছিয়ে নেই। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের দর্শকরা বিশেষ ভাবে উৎসাহিত এবং একাত্বতা প্রকাশ সহ দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা বিশ্বকাপ ফুটবল এর দর্শক এমনটি ফিফা স্বীকার করেছে। ২০১৮ বিশ্বকাপ ফুটবলের আসরে লিওনেল মেসি একটি ভিডিও পোস্ট করেছিলো সেখানে বাংলাদেশী ভক্তদের আর্জেন্টিনা ও মেসির প্রতি সমর্থন জানাতে দেখা যায়। এমনিভাবে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদো ও ব্রাজিলদলকে এদেশের সমর্থকদের আবেগের বিষয়টিও বিশ্ব মিডিয়ায় প্রচার হয়েছে। সব মিলে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ফুটবলের এই মহেন্দ্রক্ষনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরার বাস্তবতায় প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের লেখা দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। ইতিমধ্যে বড় পদ্দায় খেলা দেখার আয়োজনও শেষ করেছে অনেকে। খেলোয়াড়দের ছবি, গ্র“প ছবি ক্রয়ের হিড়িক ও চোখে পড়ছে। জেলা শহর হতে উপজেলা প্রত্যন্ত মোকামগুলোতেও প্রিয় দলের পতাকা ক্রয়ের মিড়িক পড়েছে। শহরের বিভিন্ন এলাকাতে পতাকা ফেরি করে বিক্রি করার দৃশ্যও পড়ছে। তর্কাতর্কির পাশাপাশি বাজি ধরার ঘটনাও থেমে নেই। বিশ্বকাপ খেলা দেখার পাশাপাশি চলছে পিকনিকের জমজমাট আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আর্জেন্টিনা আর ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। সর্বত্র কাতার বিশ্বকাপের কথকথা। সব শ্রেনীর মানুষের মাঝে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে কাতার বিশ্বকাপ। প্রিয় দলের, প্রিয় ফুটবলারের গুনকীর্তনের সাথে কোন দল, কোন দেশ নেবে এবারের ট্রফি এমন আলোচনা বারবার আলোচিত হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তূগাল, ফ্রান্স, জার্মানীর নাম, অবশ্য ফুটবল ও কোন কোন সময় অঘটনের জন্ম দেয়। তাই বলা কঠিন, আলোচনায় নেই এমন দেশ ও জয় করতে পারে কাতার বিশ্বকাপ ফুটবল ট্রফি। সাতক্ষীরার মানুষের মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে কেবল আনন্দ স্রোত নয়, দেশ একসময় বিশ্বকাপ জয় করবে এমন প্রত্যাশাও অনেকের।