কপিলমুনি প্রতিনিধি ॥ শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় পাইকগাছা উপজেলার মামুদকাটী সার্ব্বজনীন দূর্গাপুজা মন্দিরে বস্ত্র বিতরণ ও সার্ব্বজনীন মামুদকাটী মহাশ্নশান প্রাঙ্গণে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজক কমিটি। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠান রণজিত দের সভাপত্বিতে ও রাজীব গাঙ্গলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হবে। অপরদিকে মামুদকাটী মহাশ্নশান প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা মামুদকাটী এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী গণেশ চন্দ ভট্রাচার্য্যের সভাপত্বিতে অনুষ্ঠিত হবে। উক্ত দৌত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মামুদকাটী গ্রামের কৃতি সন্তান বর্তমান সরকারের বাণিজ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ভট্রাচার্য্য, নির্মল কৃষ্ণ ভদ্র, নিতাই চন্দ্র পাল, সমীরণ কুমার দে, ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাসসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।