মীর আবু বকর \ সাতক্ষীরায় মহাষ্টমী শারদোৎসব বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে গতকাল রাতে শহরের পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে জেলা মন্দির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ডঃ খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম বার) মন্দির দর্পন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মবর্ণের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। কোন স¤প্রদায়ের মানুষ অন্য ধর্মের উপরে হস্তক্ষেপ করেনা। সকল মানুষকে রাষ্ট্রীয় ভাবে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্ম যার যার উৎসব সকলের। প্রতিবছর দূর্গা উৎসবের আনন্দ আমরা সকল স¤প্রদায়ের মানুষ ভাগ করে নিই। তিনি আরো বলেন, সমাজে কিছু দুষ্ট মানুষ আছে যারা শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করে। কোন মন্ডপে বিশৃংখলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। দূর্গোউৎসব বাঙ্গালীর সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। সকল অসুর অপশক্তিকে বিনাশ করতে প্রতি বছর দূর্গাদেবীর আমাদের মাঝে আগমন ঘটে। দূর্গা উৎসব ছড়িয়ে পড়–ক সকলের মাঝে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, মন্দির কমিটির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি স্বপন কুমারশীল, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর ওসি সম কাইয়ূম, জেলা পুলিশের বিশেষ শাখার ওসি জাহিদ বিন আলম, ডিবি ওসি বাবুল হোসেন খান, সহ জেলা পুলিশের কর্মকর্তারা ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক নিত্যনন্দ আমিন।