সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, সংলগ্ন মাঠে চলছে দৃষ্টিনন্দন পার্কের পরিকল্পনা বাস্তবায়ন। জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর প্রবেশপথ সংলগ্ন বৃক্ষবেষ্টিত মাঠটি ইতিপূর্বে ভ্রাম্যমাণ দোকানপাট, অবৈধ পার্কিং দ্বারা দখলকৃত ছিল। যত্রতত্র ফেলা হতো ময়লা আবর্জনা। জেলা প্রশাসকের কার্যালয় এবং আদালত প্রাঙ্গনে আগত সেবা প্রার্থীগণ এই পার্কটি ব্যবহারের সুষ্ঠু সুযোগ পেতেন না। তাদের বিশ্রাম ও অপেক্ষার জন্য ছিল না কোন সুব্যবস্থা। এ বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নজরে এলে উক্ত স্থানটি তিনি জনসাধারণের ব্যবহারযোগ্য করে তুলতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে রযেছে ভোরে ও বিকেলে হাঁটার জন্য পার্কের চতুর্পার্শ্বে পথ, দর্শনার্থীদের বসার জন্য সুব্যবস্থা, পার্কের মধ্যস্থলে থাকছে একটি মনোরম ফোয়ারা। এছাড়াও পার্কটিকে ঘিরে থাকবে মনোগ্রাহী আলোকসজ্জা। পার্কের মধ্যকার বৃক্ষরাজি থাকবে সুসজ্জিত। এর পাশাপাশি পার্ক সংলগ্ন স্মৃতিস্তম্ভটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এবং গণপূর্ত প্রকৌশল, সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। -প্রেস বিজ্ঞপ্তি