স্টাফ রিপোর্টার ঃ দৃষ্টিপাতের চীফ রিপোর্টার মাছুদুরজামান সুমনের দাদা আশাশুনির মধ্যচাপড়ার বাসিন্দা আলহাজ্ব রুহুল আমীন গাজী (৭৮) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মধ্য চাপড়ার সম্ভান্ত গাজী পরিবারের অন্যতম সদস্য সমাজসেবক মুরুব্বাখ্যাত রুহুল আমীন গাজীর মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশের অবতরনা ঘটে। তার মৃত্যু সংবাদে মধ্যচাপড়াস্থ বাসভবনে মরহুমকে শেষ নজর দেখতে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সমাজের বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত হয়। গতকাল মধ্যচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজ শেষে এলাকাবাসির প্রতি প্রিয়ভাজন কে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হান্নান, এসএম আলাউদ্দীন সেলিম, অধ্যাপ আছাদুল হক, এসএম আলীফ মাহবুব সরদার, সাফিউল ইসলাম মেম্বর,প্রাক্তনমেম্বর নজরুল ইসলাম,রেজাউল করিম প্রমুখ। মৃত্যুকালেতিনি তিন কন্যা,নাতি,নাতুিন সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের বাসভবনে যেয়ে সমবেদনা জানানো,জানাজায় ও দাফনে অংশ নেওয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছন পোতা দৃষ্টিপাত চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন।