স্টাফ রিপোর্টার ঃ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার চীফ রিপোর্টার মাছুদুরজামান সুমনের মরহুম দাদা আলহাজ্ব রুহুল আমীন গাজীর কুলখানী গতকাল মধ্যচাপড়ায় বাইতুন নূর জামে মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলার মধ্যপাড়া গ্রামের সম্ভ্রান্ত গাজী পরিবারের অন্যতম কর্ণধর রুহুল আমীন গাজী গত শুক্রবার মধ্যচাপড়া সহ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। সমাজ সেবক, পরোপকারী মরহুম আলহাজ্ব রুহুল আমীন গাজীর কুলখানীতে গ্রামবাসি, আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। কুলখানীতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কুলখানীতে ও দোয়া আয়োজনে উপস্থিত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের (পৌত্র) পোতা দৃষ্টিপাত চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন।