বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় গাবুরার মৎস্য ব্যবসায়ীর ও সমাজসেবক মোঃ লিয়াকত আলী খান মূত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ বুলবুল এর শশুর ও গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত মাদার বক্স খান এর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি তার কর্মময় জীবনে খোলপেটুয়া হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে কর্মরত রেখেছিলেন। তিনি এলাকার একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য করে এসেছেন। এলাকায় একজন ভাল ব্যবসায়ী হিসেবে সকলের সাথে নিবিড় সম্পর্ক ছিল তার। গতকাল আসর নামাজ বাদ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লীবৃন্দের উপস্থিতিতে তার নিজের হাতে গড়া খোলপেটুয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পূর্বে তার পুত্র পরিবারের পক্ষ থেকে তার পিতার চলার পথের ভুল-ভ্রান্তি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার পিতার জান্নাত কামনা করে সকলের কাছে দোয়া চান। তার মৃত্যুতে পরিবারসহ অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।