কালিগঞ্জ ব্যুরোঃ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলামের দাদি মোছাম্মাদ হায়াতুনন্নেছা ইন্তেকাল করিয়াছেন ইন্নেলি- রাজেউন। মৃত্যুকালে তার বয়সয় হয়েছিল ১১০বছর ।বার্ধক্য জনিত কারনে গতকাল শনিবার বেলা ১১টায় ২০মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুকালে ৫ সন্তান ও ২ কন্যা,নাতি পুতনি,জামাই সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।গতকাল আছর নামাজ বাদ দক্ষিণ ছন্কা ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে ঈগগাহ ময়দানের সামনে কবর স্থানে দাফন সম্পন্ন হয়। উক্ত জানাযা নামাজ পড়ান দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেমে পীর আলহাজ্ব মাওলানা শেখ ওজিহুর রহমান। উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এস এম আকরাম হোসেন, মথুরেশপুর ইউনিয়নেরচেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সাংবাদিক মোঃ হাফিজুর রহমান শিমুল, ইমাম শেখ আব্দুল করিম, শেখ রফফু, সেয়দ আলী, ফজর আলী পছলা, শুকরো আলী, মহব্বত আলী, সহ উপজেলার সুশিল সামাজের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষক ও আলেমবৃন্দ উপস্থিত ছিলেন।