দেবহাটা অফিস।।দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী ইসরাইল আশেকে মাগফুর’ র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্আদ্রীয় শুরা সদস্য, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অথিথি বলেন, শিক্ষার উদ্দেশ্য হলো চরিত্রের বিকাশ, মানবীয় উত্কর্ষ সাধন করা, সুঅভ্যাস গড়ে তোলা, মিথ্যার বিনাশ আর সত্যের সন্ধানে অগ্রসর হওয়া। নৈতিক আচরণের উন্মেষ ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগরিত করা। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ—সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওহেদ, মাদ্রাসা শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা ইয়াকুব আলী, কলেজ শিক্ষক বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক আকবর হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, ইবতেদায়ী শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।