সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস।।
সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় কুলিয়া নতুন বাজার সংলগ্ন উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবীর হোসেন লিয়নের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক এ্যাড: মাহামুদুল হক শাহীন, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন,সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলাম। কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু ও সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ন আহবায়ক গোলাম রসুল খোকন ও মোসফিকুর রহমান, সাতক্ষীরা জেলা তরুণ দলের সদস্য সচিব তাসকিন আহমেদ শাওন, কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু সালেক, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com