দেবহাটা অফিস \ দেবহাটার হিন্দুধর্মাবলম্বীর ধর্মীয় গুরুখ্যাত প্রভু তপন কৃষ্ণ দাস গোস্বামী এর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল উপজেলা সদরের পাটবাড়ীতে পাঁচদিনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান, পাঁচ দিন ব্যাপী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তার তিরধান তিথি উপলক্ষে ভাগবত আয়োজনে শত সহস্র ভক্ত, অনুসারীর উপস্থিতি ঘটে। বিশ্বের সকল জীবের শান্তি কামনা এবং প্রভুপাদের আত্মার মঙ্গল কামনা করা হয়। দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন প্রভুপাদ স্বপন গোস্বামী ও প্রভুপাদ রতন গোস্বামী পরিচালনা করেন প্রভুপদ স্বর্গীয় তপন গোস্বামীর পুত্র প্রভুপদ গোবিন্দা গোস্বামী।