দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলায় উৎসব মুখর আয়োজনে আলো ছড়ানো আয়োজনে তারুণ্যের উৎসব এর উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনের সামান্যতম ঘাটতি ছিল না। একাডেমীক সুপার ভাইজার মিজানুর রহমানের উপস্থাপনায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর স্টল ঘুরে দেখেন এবং ব্যাখ্যা গ্রহণ করেন নির্বাহী অফিসার সহ অপরাপর অতিথিরা। একই দিনে সখিপুর আলীম মাদ্রাসার আয়োজনে তারুন্যের উৎসব উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইয়াকুব আলী। মুক্তমঞ্চের আয়োজিত তারুণ্যের উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, জামায়াত আমীর মাও: অলিউল ইসলাম, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, মহিলা বিষয়ক নাসরিন নাহার, আসার কর্মকর্তা আশালতা প্রমুখ।