দেবহাটা অফিস \ দেবহাটায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সখিপুর পারুলিয়া দিয়ে বয়ে যাওয়া সাপমারা খালের অংশ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া আমাদের টিমের সদস্য সাংবাদিক আব্দুলাহ আল মামুন জানান আমাদের টিম মানবিক পরিবারের অর্ধশতাধিক সদস্য অংশ নেন। এ সময় নির্বাহী অফিসার আসাদুজ্জামান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।