দেবহাটা অফিস \ দেবহাটার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিনামূল্যে নতুন বই হাতে পেয়েছেন। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী উপস্থিত থেকে নিজ হাতে শিশু শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মহিতোষ, সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ, প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, চন্ডিপুর সরকারি প্রাথ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক আ: আজিজ প্রমুখ। মাধ্যমিক বিদ্যালয় গুলো নিজস্ব ব্যবস্থাপনায় বই বিতরণ করেন।