দেবহাটা অফিস \ দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক এর মাধ্যমে শুরু হয় একুশ পালনের আনুষ্ঠানিকতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। একে একে দেবহাটা থানা ওসি হযরত আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা বিএনপির পক্ষে শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দীন সিদ্দিকীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, ধারাবাহিকভাবে দেবহাটা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্যা কলেজ, দেবহাটা কলেজ, সখিপুর হাজি কেরাম উদ্দীন মহিলা কলেজ, সরকারি পাইলট হাইস্কুল, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সখিপুর হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন। সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সমাজসেবা অধীর কুমার গাইন মহিলা বিষয়ক নাসরিন জাহান, প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাতক্ষীরার সূর্যসন্তান শহীদ আসিফ মাহমুদের ভাই রাকিব হোসেন, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান একুশে ফেব্র“য়ারি পালিত হয়।