দেবহাটা অফিস \ দেবহাটার নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালত এবার মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। গতকাল দুপুরে উপজেলা সদরে মাদক ব্যবসায়ী ও সেবী আশিকুর রহমানকে গাজা এবং গাজা সেবনের উপাদানসহ গ্রেফতার করে এবং তাৎক্ষনিক বিচারে ২০১৮ সালের ৪২ এর ক ধারায় দশ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দশ দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। উল্লেখ্য নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এর ভ্রাম্যমান আদালত চিংড়ীতে অপদ্রব্য পুশ বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসাধারণের মাঝে বিশেষ স্বাস্তি আনায়ন করে চলেছে।