দেবহাটা অফিস \ দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালত গতকাল নোয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে অবৈধভাবে মজুদ করা ১৭৩ বস্তা (বিভিন্ন প্রকারের) সার জব্দ পরবর্তী উদ্ধার করেছে। এবং অবৈধভাবে মজুদ করার অপরাধে ভ্রাম্যমান আদালত মজুদকারী ও জব্দ করা সারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে মজুদ করা প্রমাণীত হওয়ায় আস্কারপুর গ্রামের আসমান গাজীর পুত্র আশরাফুল ইসলামকে দুই লক্ষ টাকা অর্থদন্ড করেছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অবৈধ সার উদ্ধারে সাধারণ জনতা ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান উপস্থিত ছিলেন।