দেবহাটা অফিস \ গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘলা আকাশ বলা যায় এক ধরনের বৈরী আবহাওয়া তবুও উচ্ছ্বাস উৎসব এর সামান্যতম ঘাটতি ছিল না ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র্যালীতে অংশগ্রহণের আর আয়োজনের শত শত সাইকেল এবং মাদকবিরোধী বক্তব্য সম্বলিত গেঞ্জি গায়ে, ক্যাপ মাথায় আর হাতে ফেস্টুন প¬াকার্ড নিয়ে উপস্থিত হয় দেবহাটা সীমান্তের শেষ মাথাখ্যাত পুষ্পকাটিতে। ফেয়ার মিশনের আহ্বানে এবং ডাকে শত শত মানুষের উপস্থিতিতে মাদক বিরোধী এই মহাআয়োজনের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ফেয়ার মিশন পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীনের সঠিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, ওসি হযরত আলী, জেলা জামায়াত সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সিএন্ডএফ সভাপতি আবু হাসান প্রমুখ। সহস্রাধিক মাদক বিরোধী মানবের সাইকেল র্যালীটি পুষ্পকাটি হতে শুরু হয়ে পারুলিয়া, কুলিয়া, সখিপুর, উপজেলা সদর, টাউনশ্রীপুর পরিভ্রমণ শেষে পারুলিয়া বাসস্ট্যান্ডে ফেয়ার মিশন সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফায় সমাবেশ হয়। এর পূর্বে উদ্বোধনী আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদককে অবশ্যই না বলতে হবে। মাদককে নির্বাসনে পাঠাতে হবে। মাদক সমাজের ব্যাধি, এই ব্যাধির সাথে কোন আপোষ নয়। মাদক ব্যবসায়ীদেরকে ধরিয়ে দিন। তাদেরকে ভয় পেলে গোপনে জানান, তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত লড়াই। তিনি এমন মহতি মাদক বিরোধী আয়োজন করায় ফেয়ার মিশনকে ধন্যবাদ জানান। মাদক র্যালী উপস্থিত এবং সার্বিকভাবে সহযোগিতা দানকারী সংশি¬ষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন ফেয়ার মিশন পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীন।