দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশ মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেফতার করেছে। পারুলিয়অ এলাকায় মাদক বিরোধী অভিযানে নন্দ দাস ৫৫ কে গ্রেফতার করে। অপর অভিযানে জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে চন্ডিপুর গ্রামের কবির হোসেন ৩৮, আবু সাঈদ ৪০, পিয়ার আলী ৫৫, শওকত ৫৭, আলমগীর হোসেন ২৭, একই দিনে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দক্ষিণ কুলিয়ার আশুরা খাতুন, এবং কালিগঞ্জ উপজেলার আজিজুল গাজী ও নজরুল ইসলামকে গ্রেফতার করে। দেবহাটা থানার ওসি হযরত আলীর নেতৃত্বে অপরাপর এসআইরা অভিযানে অংশ নেন।