দেবহাটা অফিস \ দেবহাটা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত যুব সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন যুব দপ্তরের উপপরিচালক সঞ্জীব কুমার দাস, দেবহাটা থানা ওসি হযরত আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তামী উজ্জ্বল, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল মামুন, সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। কর্মশালায় বায়োগ্যাস প্লান ও স্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সম্মাননা সনদ প্রদান করা হয়।