দেবহাটা অফিস \ দেবহাটায় গতকাল শহীদ সেনা দিবস পালিত হয়েছে একই দিনে স্থানীয় সরকার দিবসও পালন করেছে উপজেলা প্রশাসন। এই প্রথম বারের মত সরকারিভাবে ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস পালনের দিনটিতে সেনা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলঅ নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলঅ প্রকৌশলী দ্রুতি মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সেনা অফিসার পিতা বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, জামায়াত আমীর, শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, আ: মতিন বকুল, ছাত্র সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন যুবদলের কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের ইমরান ফরহাদ, ফিরোজ হোসেন প্রমুখ। উল্লেখ্য ২০০৯ সালে ঢাকার পিল খানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে ষড়যন্ত্রকারী দেশেদ্রোহীরা।
ক্যাপশন: দেবহাটায় শহীদ সেনা দিবস ও স্থানীয় সরকার দিবসের আলোচনা সভার একাংশ।