দেবহাটা অফিস \ দেবহাটার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দলোনে বিপ¬বে শহীদদের স্বরণে শোক সভা ও আহতদের সুস্থতা কামনা করে গতকাল বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত শোক ও স্বরণ সভায় শিক্ষক শিক্ষার্থীরা জুলাই আগস্ট বিপ¬বে শহীদদের স্বরণ করেন। আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করে বক্তব্য রখেন সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল¬্যা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সখিপুর হাজি কেরাম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম স্ব স্ব প্রতিষ্ঠানের শোক, স্মরণ, রুহের মাগফিরাত ও সুস্থতা কামনা সভায় সভাপত্বি করেন।