দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে গতকাল পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা সভাপতি হাবিবুল বাসার (বীর মুক্তিযোদ্ধা) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক ও ডা: আমিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, প্রাক্তন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জামসেদ আলম (বীর মুক্তিযোদ্ধা), সাহিত্য পরিষদের মুশফিকুর রহমান মিল্টন, আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। সভায় আলোচকরা সাহিত্য কৃষ্টি একটি জাতির জন্য আশীর্বাদ হিসেবে বর্ণনা করে বলেন সমাজব্যবস্থাকে সুস্থ, স্বাভাবিক, গতিশীল, প্রানবন্ত করতে সাহিত্য চর্চার বিকল্প নেই। আয়োজনে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাধারণ সম্পাদক সাংবাদিক ডা: আমিরুল ইসলাম।