দেবহাটা অফিস \ দেবহাটার আলোচিত চোর সখিপুরের নারিকোলী গ্রামের মুর্শিদ চোর ওরফে মুর্শিদ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ, দেবহাটা সহ জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে উলেখযোগ্য সংখ্যক মামলা তার বিরুদ্ধে। গতকাল সখিপুর এলাকা হতে ওয়ারেন্ট, ভুক্ত মুর্শিদ সরদারকে পুলিশ গ্রেফতার করে। চুরির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারনা চালিয়ে আসছিল। এসআই শামিমের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।