দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির দেবহাটায় নির্মানাধীন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন। এ সময় তিনি নির্মানাধীন কাজের গুনগত মান বিষয়ে তদারকি করেন এবং যথাযথ নিয়মে নির্মান হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ সময় অবস্থান করে পুরো প্রকল্পের কাজ প্রত্যক্ষ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহ নির্মান কাজের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।