দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন আমীরগণ গতকাল সন্ধ্যায় শপথ গ্রহণ করলেন। পারুলিয়াস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করান উপজেলা আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, পরিচালনা করেন সেক্রেটারী এইচ, এম ইমদাদুল হক, প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল। শপথ গ্রহণকারী চার ইউনিয়ন আমীরগণ হলেন কুলিয়া ইউনিয়নের আমীর মাও: আব্দুল গাফ্ফার, পারুলিয়া ইউনিয়নের আমীর সোহরব হোসেন, সখিপুর ইউনিয়নের আমীর ইয়াকুব আলী সরদার, দেবহাটা সদর ইউনিয়ন আমীর আবুল হোসেন, জামায়াত নেতৃত্ব সূত্রে জানা গেছে নোয়াপাড়া ইউনিয়ন আমীর নির্বাচন প্রক্রিয়াধীন বিধায় নোয়াপাড়া আমীর নাম ঘোষিত হইনি। সংগঠনের নীতি ও প্রথা সরাসরি আমীর প্রার্থী হওয়ার সুযোগ নেই। গোপন ভোটের মাধ্যমে আমীরসহ অন্যান্য নেতৃত্ব নির্বাচিত হয়। যে কারণে নেতৃত্ব নির্বাচনে জামায়াত ইসলামীর মধ্যে কোন ধরনের বিরোধ, বিবাদ বা হাঙ্গামার সৃষ্টি হয় না। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা সোলাইমান হোসেন, আব্দুর গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, মাও: দেলোয়ার হোসেন, মাও: আব্দুল ওয়াহেদ, মাও: রুহুল আমীন, মাও: সামছুল আরেফিন, জিয়াউর রহমান প্রমুখ।