দেবহাটা অফিস \ একাধিক মামলার আসামী দেবহাটার নারকেলী গ্রামের শেখ সালাহউদ্দীনের পুত্র শেখ শাওনকে বিশ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে নারকোলী সাইক্লোন স্টোর এলাকায় দেবহাটা পুলিশের এসআই শেখ গোলাম আজম এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে বিশ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। গতকালই তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ।