দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কদমখালীর নজরুল ইসলামের পুত্র মেহেদী হাসান ২৬ নামের এক যুবক গৃহবধূকে চেতনা নাশক ঔষধ সেবন করিয়ে ধর্ষন করা ও ভিডিও ধারন এবং পরবর্তিতে তা সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল ধর্ষন ও ব্লাকমেইলিংয়ের শিকার একই গ্রামের ওমর ফারুকের স্ত্রী দেবহাটা থানায় অভিযোগ করলে দেবহাটা থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা গ্রহন করে সোমবার রাতে দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন এর নেতৃত্বে কদমখালী গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করে। গৃহবধুর পরিবার সূত্রে জানাগেছে স্বামী বাড়ীতে না থাকার সুযোগে মেহেদী হাসান বোতলজাত জুসনিয়ে তার বাড়ীতে যায় জুস খেয়ে গৃহবধু সহ তার সন্তানরা অচেতন হলে তাকে ধর্ষন এবং ভিডিও ধারন করে। দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন জানান এজাহারটি মামলা হিসেবে গ্রহন করে গতকাল মঙ্গলবার রাতেই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরন ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।