দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার কোমরপুর গ্রামে রেকর্ডীয় যায়গা দখল পরবর্তী জোর করে রাস্তা নির্মানের বাঁধা প্রদান করায় জমির মালিকদের উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। উপর্যপুরী হামলায় আহত হয়েছে জমির মালিক কোমরপুর গ্রামের আব্দুর রউফ সরদারের দুই পুত্র আনিছুর রহমান ৫৫ ও মিজানুর রহমান ৫০ ও তার স্ত্রী হাবিবা খাতুনের উপর। এ সময় সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে। প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রেবেকা সুলতানা ও ভাইপো আনিছুর রহমানের পুত্র সজিব হোসেন ২৫। সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আনিছুর রহমান ও মিজানুর রহমান জানান আমাদের রেকর্ডীয় এবং ক্রয়কৃত জমির উপর দিয়ে রাজনৈতিক বিরোধের অংশ হিসেবে পারুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন হীরা ইউনিয়ন পরিষদ হতে প্রস্তাব দিয়ে রাস্তা নির্মাণের জন্য ব্যবস্থা করলে এক মাস পূর্বে আমরা নির্বাহী অফিসার বরাবর আমাদের ব্যক্তিগত মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার আবেদন করি, হঠাৎ করে গত বুধবার হীরাসহ অন্যান্যরা তার মধ্যে অন্যতম সাইদুল ইসলাম মিন্টু, উক্ত মিন্টুর ভাই হাফিজুর রহমান লাল্টুর নিকট হতে জমি ক্রয় করা। যে জমিতে রাস্তা নির্মাণ করার চেষ্টা করলে আমরা বাঁধা প্রদান করি। গতকাল সকাল আনুমানিক আটটার দিকে সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন হীরা, হাফিজুর রহমান, রেজাউল ইসলাম, ইউনুস আলী, সবুজ হোসেন সহ তাদের সহযোগিরা মিজানুর রহমান, আনিছুর রহমান, মিজানুর রহমানের স্ত্রী হাবিবা খাতুন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রেবেকা সুলতানা ও আনিছুর রহমানের সজিবকে বেধড়ক মারধোর এবং লুটপাট করে। ঘটনার পরপরই আহতদেরকে দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয় এবং সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও সখিপুর হাসপাতাল পরিদর্শন করেছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, কোমরপুরের রাস্তা নির্মাণের যায়গা ব্যক্তি মালিকানা বা রেকর্ডীয় সে বিষয়টি কর্তৃপক্ষ জানতো না। দেবহাটা থানা ওসি হযরত আলী বলেন, আহতদের থানায় নিয়ে আসা হলে তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে। আমার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।