দেবহাটা অফিস \ দেবহাটার ইছামতি নদীর কোমরপুর গ্রামের মন্ডল পাড়া সংলগ্ন ভাংগন কবলিত এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত বালু উত্তোলনের ঘটনা ঘটেছে। গ্রামবাসি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির বাচ্চু দৃষ্টিপাতকে জানান কিছুদিন পূর্বে উক্ত এলাকা হতে বালু উত্তোলন করে ট্রলি যোগে নেওয়ার সময় গ্রামবাসি বাঁধা প্রদান করলে উত্তোলন করা বালু ঢিবি আকারে ছিল এবং গ্রামবাসি নিবিড় নজর রাখছিল ভাংগন কবলিত কোমরপুর রক্ষা কবচ বালু নিতে না পারে। তিনি আরও জানান গতকাল দুপুর বারটার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা তার সহযোগি আনার হোসেন ও জাকিরুল টলি ভরে অন্তত আট/দশ টলি বালু নিয়ে গেছে। গ্রামবাসি আখতার হোসেন ও শাহিন আলম বলেন গত সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কোমরপুর গ্রাম রক্ষা করতে বালু উত্তোলন বন্ধের দরখাস্ত করে। কিন্তু বালু নিয়ে যাওয়ার ঘটনা বন্ধ হলো না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলো তিনি জানান বালু উত্তোলন বিষয়টি তিনি জানতেন না জানতে পেরে সংশিষ্ট ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনগতভাবে নিষিদ্ধ বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার বিকল্প নেই। ইছামতির নদীর ভাংগন রোধে সরকারিভাবে বালু উত্তোলন বন্ধ। ইছামতির ভেঁড়িবাঁধ সংলগ্ন এলাকা হতে বালু উত্তোলন করলে ভাংগন আরও ত্বরান্বীত হবে কোমরপুর গ্রামের বৃহৎ অংশ ইতিমধ্যে ইছামতির গর্ভে বিলীন হয়েছে।