শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তালায় শিশু কিশোর নারীর সচেতনতা সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আশাশুনির ৩৭ গীর্জায় বড়দিন পালন আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)। পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন ইউনিয়ন জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠান শ্যামনগরে ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধারপূর্বক অবমুক্ত শ্যামনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা জহরুল হায়দার বাবু গ্রেফতার কয়রায় কর্মী সবাবেশে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য দুর করে সাম্যের বাংলাদেশ গড়তে চাই

দেবহাটার ঘেরের ভেড়িতে তরমুজ চাষে আলোর ঝিলিক সফলতার হাসি হাসছে চাষী গোলাম রব্বানী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

বায়োজিদ বোস্তামী উজ্জ্বল \ বাংলাদেশের অতি পরিচিত ফল তরমুজ। গ্রীষ্মের তাপদাহে প্রাণ সঞ্চারে, সতেজে আর উদ্দীত্বতায় তরমুজের জুড়ি নেই। দৃশ্যত: এই ফল গ্রীষ্মকালীন উৎপাদন কিন্তু এই হীমশীতল আবহাওয়া তথা শীত মৌসুমেও তরতাজা তরমুজের উৎপাদন চোখে পড়ছে যা সত্যিকার অর্থেই বিস্ময়ের বিষয়। শীত ঋতুতে তরমুজ উৎপাদন অসম্ভব হিসেবে ক্ষেত্রকে নির্বাসনে পাঠিয়ে অবলিলায় তরমুজ উৎপাদনে সফলতার হাসি হাসছে চাষী গোলাম রব্বানী। প্রচেষ্টা, আগ্রহ, অধ্যবসায় আর ইচ্ছাশক্তি যে কোন অসাধ্যকে আয়ত্তে আনা সম্ভব। আর এমনই উদ্ভাবনী এবং সৃষ্টিসুখের উল­াসে রত গোলাম রব্বানী। সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সাপমারা খালের অববাহিকা বরসায় তিনি গড়ে তুলেছেন তরমুজ বাগান। চোষে মুখে খুশির ঝিলিক আর স্বীয় সৃষ্টির উদ্মাদনায় উচ্ছ্বাসিত চাষী গোলাম রব্বানীকে এই চাষে অতিরিক্ত কোন ভূমির প্রয়োজন পড়েনি, ব্যক্ত করেন। চিংড়ী ঘেরের ভেড়িবাঁধে তিনি ফলিয়েছেন সোনার ফসল। পরিচর্যা খরচও বেশি নয়। অন্যদিকে বীজ সরবরাহ করেছে দেবহাটা কৃষি দপ্তর। বিনামূল্যের বীজ এবং উন্নতমানের বীজই তরমুজের ফলনকে ত্বরান্বীত করেছে। তিনি জানান আর কয়েকদিন পরেই বাজারজাত করবেন। ততোক্ষণে প্রতিটি তরমুজ ৪/৫ কেজিতে পরিণত হবে। খরচ অপেক্ষা লাভ কয়েক গুণ বেশি। প্রতি কেজি তরমুজ পাইকারি হারে ৮০/৯০ টাকা, তিনি আরও জানান বর্তমান বাজারজাত করণের উপযোগি হওয়া এই ফলের বীজ তিনি গত ৪০/৪৫ দিন পূর্বে রোপন করেছেন। বৈজ্ঞানিক নাম (আর্লি ড্রাগন) এমনটি জানালেন দেবহাটা কৃষি কর্মকর্তা শওকত ওসমান। সামান্য ভেড়িবাঁধ (দশ বারবিঘা জমির) এ পাঁচশত পিচ তরমুজের তরতাজা অবস্থান প্রতিদিন বিভিন্ন এলাকা হতে দর্শনার্থীরা আসছে। তরমুজ দেখছেন, তরমুজের সাথে ছবি তুলছেন এবং গোলাম রব্বানীর এই অপরুপ উৎপাদনের সাথে নিজেদেরকে একাকার করতে চাইছেন অনেকে। তার দেখাদেশি ইতিমধ্যে বিভিন্ন জন (আর্লি ড্রাগন) তরমুজ চাষে ঝুঁকছে। বিনা খরচে বাড়তি কোন জমি ব্যতিত ঘেরের ভেড়িতে তরমুজ চাষ অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অলসের হাত কর্মীর হাতে পরিণত হচ্ছে। গোলাম রব্বানীর পথে হাটাদের অনেকে বেকার যুবক আবার অনেকে ঘেরে কেবলমাত্র মাছ চাষ করতেন তারাও তরমুজ চাষে সফলতা আর আর্থিক লাভবানের পথ খুজছেন। গোলাম রব্বানী জানান আমি বিশেষভাবে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃষি দপ্তরে দায়িত্বরত কর্মকর্তাদের যারা প্রতিনিয়ত খোজ যেনন এবং আমার তরমুজ বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চলেছেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান তরমুজ চাষের এবং অতি উৎপাদন মুখিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন চাষাবাদের বিকল্প নেই, আগ্রহ এবং কর্মতৎপরতা আমাদের উৎপাদনকে আরও এগিয়ে নেবে। তিনি কৃষকদের জন্য আগামীতে আরও অধিকতর সফলতা বয়ে আনুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৫—২০২৬ সালের জন্য নির্বাচিত কমিটির সভাপতি করা হয়েছেন মশিউল হুদা তুহিন ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার কান্তি বসু। নির্বাচন কমিশন প্রধান মোঃ আব্দুর রহিম, নির্বাচন কমিশন সচিব ফজলুর রহমান ও সদস্য মোঃ সেলিম শাহরিয়ার স্বাক্ষরিত পত্রে জানাগেছে, কমিটির অন্য সদস্যবৃন্দরা হলেন, সহ—সভাপতি ফজলুর রহমান, সহ—সাধারণ সম্পাদক জুলফিকর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রনজিত বৈদ্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবু মোঃ শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক বজলুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান এবং কার্যকরী সদস্য আব্দুর রহিম ও জাকির হোসেন (ভুট্টো)।

© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com