দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়া ইউনিয়নের ছয়টি সড়ক নির্মান সহ সংস্কার কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। গতকাল সকাল দশটা হতে একটা পর্যন্ত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া চেয়ারম্যান আসাদুল হক সহ উপজেলা প্রকৌশলী, অপরাপর জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। উপজেলা চেয়ারম্যান বলেন বর্তমান সরকার নানামুখি উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে চলেছে, একই দিনে উপজেলা প্রশাসনের গেজেটেড কর্মকর্তা ও ডরমেটরী সংস্কার কাজেরও তিনি উদ্বোধন করেন।