দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়ীকে গ্রেফতার করেছে। দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ বলেন দেবহাটার বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়া ও মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় তার অংশ হিসেবে নোয়াপাড়া গ্রামের মিলন গাজী ৪০ সামাদ গাজী ৩৮, মিরাজ ইসলাম, মামুন গাজী ২৯, মামুন গাজী ২৫, আসাদুল সরদার ২৮, আব্দুলাহ গাজী ২৭, এসআই গোলাম আজমের নেতৃত্বাধীন পুলিশের একটি দল তাদেরকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।