দেবহাটা অফিস \ ঢাকাস্থ দেবহাটা সমিতি গতকাল দেবহাটা উন্নয়নে করনীয় বিষয়ক সেমিনার আয়োজন করে। উপজেলা সদরের উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত সেমিনারে ঢাকায় বসবাসরত এবং দেবহাটায় অবস্থানকারী জনমানুষের মিলনমেলায় পরিণত হয়। আলোর দ্যুতি ছড়ানো সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া, স্থানীয সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পিএস যুগ্ম সচিব দেবহাটার কৃতি সন্তান আবুল হাসানকে সমিতি ও দেবহাটা বাসির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকাস্থ দেবহাটা সমিতির সভাপতি ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী হাউজ বিল্ডিং কর্পোরেশনের জিএম খাইরুল ইসলাম জীবনের স্বাগত বক্তৃতার মাধ্যমে এবং সাঃ সম্পাদক ব্যাংকার তাহাজ্জাত হোসেন হিরুর পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। আলোকিত আয়োজনে অন্যান্যের মধ্যে দেবহাটার উন্নয়ন, সমস্যা আর সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সচিব দেবহাটার সন্তান উপদেষ্টা সফিকুল আহমেদ, সরকারের প্রাক্তন হিসাব বিভাগের উর্ধতন কর্মকর্তা উপদেষ্টা রফিকুল ইসলাম ময়েন, উপদেষ্টা খলিলুর রহমান, উপদেষ্টা শিক্ষাবিদ ডঃ নিমাই মন্ডল, উপদেষ্টা ইকবাল মাসুদ। মতবিনিময় সভার মধ্যমনি যুগ্মসচিব আবুল হাসান বলেন, সাতক্ষীরার পারুলিয়ার মাটিতে বেড়ে ওঠা, পারুলিয়ার আলো বাতাস গ্রহনকারী আমি এই জনপদেরই সন্তান। যথাসাধ্য চেষ্টা করছি, আগামীতে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাব। দেবহাটার উন্নয়নে এবং প্রতিবন্ধকতা সর্বোপরি সম্ভাব্যতা বিষয়ে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি হযরত আলী, জেলা জামায়াত নেতা আলহাজ¦ মাহবুবুল আলম, বিএনপির প্রাক্তন আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জামায়াত আমীর মাওঃ অলিউল ইসলাম, অধ্যক্ষ রিয়াজূল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আঃ মতিন বকুল, অধ্যক্ষ হাফিজুর রহমান, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ক্রীড়া ব্যক্তিত্ব আফছার আলী, আব্দুল হাবিব মন্টু, আবু হাসান, কলামিষ্ট অধ্যাপক রাজু আহমেদ, মোখলেছুর রহমান মুকুল, দেবহাটা প্রেসক্লাবের সাঃ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, ফিরোজ হোসেন, মেহেদী হাসান কাজল, দরদীর আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, আজহার, মোতাহার হোসেন প্রমুখ। সেমিনার শেষে দেবহাটা সমিতির নেতৃবৃন্দ ইছামতির ভাঙ্গন পরিদর্শন করেন।