দেবহাটা অফিস ॥ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালীতে সরকারি জমিতে বসবাসরত ভূমিহীনদের দখলে থাকা জমি দখল প্রচেষ্টা, ভূমিহীনদের উপর হামলা, ভাংচুর, লুটপাট, দেশীয় অস্ত্রের আঘাতে বসবাসকারীদের মারধোর প্রচেষ্টা কারী দখল প্রচেষ্টাকারীরা বসবাসরত বাসিন্দা সহ আশপাশের এলাকাবাসির প্রতিরোধে এবং পাল্টা হামলায় গতকাল বৃহস্পতিবার গভীররাতে (রাত তিনটা) উত্তপ্ত হয়ে ওঠে ঢেপুখালী গ্রাম। এসময় বোমা হামলা ও অগ্নী সংযোগের ঘটনা ঘটে। অন্তত পনের জন আহত, আহতরা সখিপুর মেডিকেল চিকিৎসাধীন। গ্রাম বাসির প্রতিরোধে এবং ঐক্যবদ্ধ ভাবে হামলাকারী জমি দখল প্রচেষ্টায় প্রধান রুহুল আমীন বাহিনীর ষোল সদস্যদের গণপিটুনি দিয়ে ঘেরাও করে রাখে। ইতিমধ্যে চারটার দিকে দেবহাটা থানা ওসি নুরুস ছালাম ছিদ্দিক এর নেতৃত্বে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। পুলিশী তৎপরতায় অপরাধীরা পালাতে ব্যর্থ হয় একই সাথে গ্রামবাসী কর্তৃক ঘেরাও করে রাখা হামলাকারীদের পুলিশের হাতে সোপর্দ করে। ঢেপুখালীর বিঘা জমি পাওয়ার নামা বুনিয়াদে ক্রয় করে বসবাস ও চিংড়ী ঘের করে আসছিল পরবর্তিতে সরকারের সাথে মামলা মোকদ্দমার সৃষ্টি হয় এই সুযোগে বসবাসরতদের হটিয়ে দেখল প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল গভীর রাতে তান্ডব চলে, ইতিপূর্বেও একাধিকবার দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও হামলার শিকার জনসাধারন জানান, রুহুল আমীন তার স্ত্রী তানিয়া বেগম ও ছেলে তানভীর এর নেতৃত্বে জনের সশস্ত্র দল জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। দেবহাটা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার এসএম জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় সালেহা খাতুন ও তানিয়া বেগম বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।