দেবহাটা অফিস \ দেবহাটার বর্ষিয়ান সমাজ সেবক হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের জনক সখিপুর ইউনিয়নের দীর্ঘ সময়ের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব ছালামতুল্যা গাজী (৮০) গতকাল রাত নয়টার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সখিপুর আহছানিয়া শাখা মিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা জনসাধারনের অতি আস্থা, বিশ্বাস এর প্রতিমুখ আলহাজ্ব ছালামতুল্যা গাজী দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত কারনে অসুস্থ ছিলেন। জনসাধারনের অতি আপন জনের মৃত্যুর খবরে এলাকার বিভিন্ন স্থান হতে লোকজন মরহুমের বাড়ীতে উপস্থিত হয়। দানবীর হিসেবে তিনি ছিলেন অতি উদার। মরহুমের জ্যেষ্ঠপুত্র আঃ আজিজ তার পিতার রুহের মাগফিরাত এর জন্য দোয়া কামনা করেছেন। হাজি কেয়ামউদ্দীন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছালামতুল্যা গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।