দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দেবী শহরের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শরৎচন্দ্র ঘোষ ভ্রাতৃদ্বয়ের বাড়ীতে গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে বাড়ীর সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দ্বিতলভবনের নিচতলার গ্রিলের তালা ভেঙ্গে ডাকাতরা ঘরে প্রবেশ পরবর্তি নিচতলায় বসবাসত রত শরৎ চন্দ্র, সুভাষ চন্দ্র, প্রভাস এবং দ্বিতীয় তলায় বসবাস রত সুভাষ চন্দ্রের ঘরে হানা দেয়। এসময় ডাকাতরা শরৎচন্দ্রের লাইসেন্স করা বন্দুক, নগত টাকা, মোটরসাইকেল এবং সোনার অলঙ্কার ডাকাতি করে। ডাকাতরা সুভাষ চন্দ্র ঘোষের ঘর থেকেও নগত টাকা ও সোনার গহনা নিয়ে যায়। শরৎচন্দ্র ঘোষ বর্তমানে চোখের চিকিৎসার কারনে দেশের বাইরে অবস্থান করছে। তার পুত্র সৌরভ বাড়ীতে ছিল। দেবহাটার অতি সম্ভ্রান্ত ও পরিচিত জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও দেবহাটার প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ এবং তার সহদর শরৎচন্দ্র ঘোষ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, অপর দুই ভাই জোবেস চন্দ্র ঘোষ ও প্রভাস চন্দ্র ঘোষ এই যৌথ পরিবারটি একই বাড়ীতে বসবাস করে। বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ দৃষ্টিপাতকে জানান রাত দুইটার দিকে ৫/৬ জনের ডাকাত দল নিচ তলার গ্রীলের তালা ভেঙ্গে বাড়ীর অভ্যন্তরে প্রবেশ করে নিচতলার বসবাসকারী আমার সহোদর যোবেষ চন্দ্র ঘোষ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে শরৎ চন্দ্রঘোষের পুত্র আমারভাইপো কে ডেকে তোলে,একই সাথে প্রভাষ চন্দ্রঘোষ ও আমাকে ডেকে তোলে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে এবং প্রতিটি ঘরে তছনছ করে লাইসেন্স করা বন্দুক, মোটর সাইকেল, ৮/১০ভরি সোনার গহনা, ৫/৭ লক্ষ নগত টাকা, ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। ডাকাতদল বাড়ীর অভ্যন্তরে ৫/৬ জন প্রবেশ করলেও বাইরেও থাকতে পারে বলে তিনি আশঙ্কা করেন। গতকাল বিকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো: মতিউর রহমান সিদ্দিকী দেবীশহরস্থ সুভাষ শরৎ চন্দ্র ভ্রাতৃদ্বয়ের বাস ভবন পরিদর্শন করেন তিনি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ সহ পরিবারের অপরাপর সদস্যদের সাথে কথা বলেন, অপরাধীদের অতি দ্রুততম সময়ে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এরপূর্বে দেবহাটা সার্কেল সহকারী পুলিশ সুপার ফজলুল হক ও দেবহাটা থানা ওসি শেখ মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা গোয়েন্দা পুলিশ ওসি তারেক এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অবস্থান নিয়েছে। পুলিশ আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।