দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জমানকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করেছে দেবহাটা প্রেসক্লাব। গতকাল প্রেসক্লাব হলরুমে সভাপতি মীর খায়রুল আলম এর সভাপতিত্বে ও সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ওসি (তদন্ত) নুরুস সালাম ছিদ্দিক। সম্বর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি আঃ ওহাব, সহসভাপতি অধ্যাপক রাজু আহমদ, আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন বাবু, ুিমজানুর রহমান, ফরহাদ হোসেন সবুজ, এমএ মামুন, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমীন, এসএম নাসির উদ্দীন, আঃ সালাম, সুমন কুমার ঘোষ, সুজন, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, এসকে অভি প্রমুখ। সম্বর্ধিত অতিথি নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান দায়িত্ব পালনে তিনি সংবাদকর্মিদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। সাংবাদিকরা সম্বর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিযে বরন রেন। সম্বর্ধনা শেষে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।