দেবহাটা অফিস ॥ দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ হতে দেবহাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শকে সম্বর্ধনা দিয়েছে ইউনিয়ন পরিষদ। গতকাল বাজেট অনুষ্ঠান পরবর্তি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারন, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজনের উপস্থিতিতে উক্ত সম্বর্ধনা আয়োজন চলে। এর পূর্বে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রকাশ্য বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, নাটক নির্মাতা ও অভিনেতা জিএম সৈকত। সম্বর্ধনা ও বাজেট ঘোষনা আয়োজনে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সম্বর্ধিত উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালনে এবং উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।